মেয়েটির নাম লিজা আক্তার। এবার এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ৫ (গোল্ডেন)।
বাবা নেই। মা রোকেয়া বেগম কাজ করেন গার্মেন্টেসে। অভাবের সংসার। মায়ের আয় দিয়ে সংসার চালানোই যেখানে ভার, সেখানে পড়াশোনার খরচ তো অনেক দূরে।
পড়েছেন রাজধানীর জোয়ার সাহারা বাজারে অবস্থিত জসিম উদ্দিন ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজে। প্রথম শ্রেণি থেকে কখনো ক্লাসে দ্বিতীয় হননি লিজা। মেধা দেখে স্কুলের অধ্যক্ষ এম নাজিম উদ্দিন বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছিলেন।
সংসার চালাতে মাকে সাহায্য করতে টিউশনি করেন। এরই মাঝে পড়াশুনা। তবু ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়েছেন। মান রেখেছেন অধ্যক্ষের। আনন্দের চোখের জলে আবারও ভেসেছে দুখিনী মায়ের বুক।
লিজা চান অনেক বড় হতে। স্বপ্ন দেখে মায়ের মুখে হাসি ফোটানোর। পড়াশোনা শেষ করে বড় চাকরি করবেন আর দরিদ্র ছাত্রছাত্রীর পড়ার খরচ চালাবেন।
তার মেধা রয়েছে অসীম। অভাব শুধু অর্থের। কলেজে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন অনেক টাকার। কিন্তু সে সামর্থ লিজার গরীব মায়ের নেই।
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর
লিজাকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন: বিএনএসএস কমিটির আহ্বায়ক শারমীনা ইসলাম-ফোন: ০১৯৩৭১৯৯৩৭৬, ইমেইল-help.bnss24@gmail.com।