ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অ্যারে থেকে কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
অ্যারে থেকে কেনাকাটা

প্রতিদিন অনলাইনে শপ ও পণ্যের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ক্রেতার সংখ্যাও কম নয়। এ দিকটি মাথায় রেখে প্রতিযোগিতামূলক দাম আর বিক্রয়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে চলতি বছরের প্রথম দিকে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড অ্যারে বাংলাদেশ।



পোশাকের মান, দ্রুত হস্তান্তর আর পছন্দ না হলে ঝামেলাহীন ফেরতযোগ্য নীতি এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র। আর তাই পথচলার এই অল্প কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি অনেকের আস্থা অর্জন করতে পেরেছে, হয়ে উঠছে জনপ্রিয়।

 অনলাইনভিত্তিক এই ব্র্যান্ডের কর্ণধার পল্লব গোস্বামী বাংলানিউজকে বলেন, ‘আমরা নিজেদের তৈরি পোশাক মানুষের কাছে নিয়ে এসেছি। ভবিষ্যতেও একই প্রয়াস থাকবে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে মানুষের তিক্ত অভিজ্ঞতা পরিবর্তনের প্রয়াস চালিয়ে যাবো। ’

অ্যারে বাংলাদেশের অনলাইন শপের ঠিকানা http://www.array.com.bd, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ www.facebook.com/array.com.bd

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।