ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শুরু হচ্ছে একাদশ আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শুরু হচ্ছে একাদশ আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার

দেশের প্লাস্টিক পণ্যের প্রসারের লক্ষ্যে আগামী ২০-২৩ জানুয়ারি, ২০১৬ থেকে  চারদিনব্যাপী একাদশ আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার শুরু হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), ইয়রকার ট্রেড এন্ড মার্কেটিং সার্ভিস, চান চুং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চিন, হংকংসহ বিশ্বের ১১ টি দেশ অংশগ্রহণ করবে। মেলায় ২৬০টি স্টল থাকবে।

২০১৬ সালের একাদশ আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ারে গত বছরের মেলার অনুপাতে ২০ শতাংশের অধিক পণ্যের প্রদর্শনী বাড়বে। মেলায় ১১ হাজারের বেশি ক্রেতা ও দর্শনার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ।

বিপিজিএমইএ ও বিসিক যৌথ উদ্যোগে ১৯৮৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক মেলার আয়োজন করা হয়। ২০০৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে এ মেলার আয়োজিত হয়ে আসছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।