ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

 ‘সি-ফুড’ উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
 ‘সি-ফুড’ উৎসব

স্প্যানিশ সি-ফুড পায়ালা, মিশরীয় মাছের কোফতা, লেবাননের লাল স্ন্যাপারতাহিনী, ফ্রেঞ্চ বুলাবেইস এর মত অসংখ্য মজাদার‘সি-ফুড’নিয়ে ভিন্নধর্মী উৎসব আয়োজন করছে লা মেরিডিয়ান ঢাকা।  

লা মেরিডিয়ান ঢাকার মাস্টার শেফ আবু নাসের এবং শামসের হোটেলের মেডিটেরিনিয়ান রুফ টপ রেস্তোরা ‘ওলেয়া’ তে আধুনিক রন্ধন প্রণালীর সাথে ভূমধ্যসাগর দেশীয় রন্ধনপ্রণালীর সংমিশ্রণে নানান স্বাদের সিফুড পরিবেশন করবেন।

 

অতিথিরা ঢাকাতেই পাবেন মরক্কোর কালামারি এবং শুকনো এপ্রিকোট দিয়ে চিংড়ির ত্যাজিন, ইতালীয় পদ্ধতিতে তৈরি জাফরান সস দিয়ে গলদা চিংড়ি, তিউনিসিয়ার হ্যারিসার স্বাদে ভাজা মাছ।  

২০ থেকে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ১১.০০টা পর্যন্ত সি-ফুডের নানান ধরনের স্বাদ উপভোগ করতে জনপ্রতি খরচ হবে ৪২০০ টাকা।  

যোগাযোগ: +০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।