ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
 পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকার আয়োজন লা মেরিডিয়ান ঢাকার আয়োজন

পহেলা বৈশাখে সব ভেদাভেদ ভুলে আমাদের একটি পরিচয়ই প্রাধান্য পায় আর সেটা হলো ‘বাঙালি’। এমনই একটি দিনকে স্মরনীয় করে রাখতে আগামী ৯ এপ্রিল থেকেই

 বাংলা নববর্ষ-১৪২৪ কে বরণ করে নিতে সপ্তাহব্যাপী ‘পহেলা বৈশাখ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে লা মেরিডিয়ান ঢাকা।  

বাংলা নববর্ষ উদ্যাপনের ঐতিহ্য পান্তা ইলিশসহ দেশীয় নানা বুফে পদের খাবারে লাঞ্চ এবং ডিনারের আয়েঅজন করেছে হোটেলটির মাল্টি কুজিন রেস্টুরেন্ট লেটেস্ট।

এর পাশাপাশি হোটেলের অন্যান্য রেস্টুরেন্টগুলোতে ০৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) পর্যন্ত থাকবে বিভিন্ন সেট মেন্যু উপভোগের সুযোগ,  মূল্য ১০০০++ টাকা।  

এবারের বর্ষবরণ উদ্যাপনে বৈচিত্র্য আনতে নতুন নতুন রেসিপি’র বাঙালি খাবার পরিবেশন করা হবে। এই রেস্টুরেন্টগুলোতে অতিথিরা সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত এই আয়োজন উপভোগ করতে পারবেন।  

পহেলা বৈশাখে ১২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত জনপ্রতি ২৯৫০++ টাকায় অতিথিরা উপভোগ করতে পারবেন ‘বৈশাখী বুফে লাঞ্চ’ ও ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত জনপ্রতি ৩৬০০++ টাকায় উপভোগ করতে পারবেন ‘বৈশাখী বুফে ডিনার’।  

যোগাযোগ: +৮৮০১৯৯০৯০০৯০০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।