ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

১০ দিনের চ্যালেঞ্জ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
১০ দিনের চ্যালেঞ্জ যাদের ওজন একটু বেশি...

সামনেই ভালোবাসা দিবস। বিশেষ দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা করছেন অনেকেই। যাদের ওজন একটু বেশি, দশ দিনের চ্যালেঞ্জটা নেবেন নাকি? প্রিয়জনকে তাক লাগিয়ে দেয়ার সুযোগটা হাতছাড়া করতে কেউই চাইবেন না নিশ্চয়। 

অল্প খাবার বারে বারে খাওয়া, কিছু ক্যালরিবহুল খাবার খাদ্য তালিকা থেকে কমিয়ে দেওয়া, নিয়মিত হাঁটা, সঠিক সময়ে খাদ্য গ্রহণ, ৭-৮ ঘণ্টা ঘুমানো এবং চিন্তামুক্ত থাকার মাধ্যমে অনায়াসে ওজন কমানো সম্ভব।


যা মানতে হবে-
•    ওজন কমাতে ভালো মতো সকালের নাস্তা খাওয়া খুবই জরুরি।


•    খালিপেটে কুসুম গরম পানিতে লেবু ও মধু মিলিয়ে পান করতে পারেন 
•    ১০.৩০ থেকে ১১টা অর্থাৎ মধ্য সকালে হালকা কোনো খাবার গ্রহণ করুন যেমন ফল/ লেবু দিয়ে রং চা/ ডাবের পানি/ শশা/ গ্রিন টি ইত্যাদি।  

•    দুপুরে ১-১.৩০টার মধ্যে মধ্যাহ্ন ভোজ শেষ করুন, মেন্যুতে রাখুন অল্প ভাত বা রুটি/ সালাদ/ শাক/ সবজি/ মাছ।  

•    বিকেল ৪-৫টার মধ্যে আরেকটি খাবার খাবেন, যা খুবই হালকা হবে, যেমন- বাদাম/ গ্রিন টি/ সুগার ছাড়া বিস্কুট/ ফল/ মাঠা ইত্যাদি।  

•    রাতের খাবার অল্প পরিমাণে খাবেন ৮-৮.৩০টার মধ্যে। রুটি/ সবজি/ মুরগি বা মাছ খেতে পারেন।  

•    শোবার আগে টকদই বা ফ্যাট ফ্রি দুধ পান করুন।  

এই খাবারগুলোর পরিমাণ নির্ভর করবে আমাদের ক্যালরি চাহিদার ওপর। সাধারণত ওজন কমাতে ক্যালরি চাহিদা বয়স/ওজন/শ্রম/রোগের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

তাই ওজন কমাতে অবশ্যই খাওয়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ম মতো খাচ্ছেন, কিন্তু ব্যায়াম করছেন তো? প্রতিদিন কমপক্ষে ৪০ মিনিট ব্যায়াম করুন।  

আসছে ভালোবাসা দিবসে, ভালোবাসার মানুষটিকে চমকে দিন আরও ফিট-স্লিম আর আকর্ষণীয়ভাবে নিজেকে সাজিয়ে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।