ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার বন্যা কবলিত এলাকায়

বাংলাদেশ কমিউনিটির অর্ধ কোটি টাকার ত্রাণ বিতরণ

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বাংলাদেশ কমিউনিটির অর্ধ কোটি টাকার ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্যা কবলিত এলাকা কেলান্তান থেকে ফিরে: মালয়েশিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) ১৫টি গাড়ি আর ৯টি ত্রাণ সামগ্রীর লরি নিয়ে তারা বন্যা কবলিত এলাকা কেলান্তানের পথে রওয়ানা হন।

কুয়ালালামপুর থেকে এর দূরত্ব প্রায় ৬ শ’ কিলোমিটার। প্রায় ৬ ঘণ্টার পথ পার করে বাংলাদেশ বিজনেস অ্যাসসিয়েসানের এক ঝাঁক সমাজ কল্যাণকর্মী ওই স্থানে যান। এ সময় মালয়েশিয়ার ২ লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের মধ্যে ছিল- নতুন কাপড়, শুকনা খাবার, বাচ্চাদের ব্যবহারিক খাদ্যদ্রব্য, দুধ, প্যাম্পাস, পানি জাতীয় দ্রব্য, বিস্কুট জাতীয় খাদ্য, চাউল, চিনি। দলটি বন্যা কবলিত চারটি এলাকা পেরাক, পাহাং, কেলেন্তান, তেরেঙ্গানুতে ত্রাণ বিতরণ করে।

মালয়েশিয়ানদের বিপদে এগিয়ে আসতে পেরে বাংলাদেশ কমিউনিটি গর্ববোধ করে। কমিউনিটির সদস্যরা বলছেন, মানবতার সেবায় এগিয়ে আসাটা মানুষের কর্তব্য। যারা কেলান্তানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তারা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, রাশেদ বাদল, লিটন আবাদ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, মো. কাজী সালাউদ্দিন, শফিকুর রহমান চৌধুরী, জাকিরুল ইসলাম খান, নাজমুল ইসলাম, মো. মিনহাজ উদ্দিন, নাসির উদ্দিন, মামুন বিন আব্দুল মান্নান, জহিরুল ইসলাম হিরণসহ মালয়েশিয়া সেচ্ছাসেবক কর্মীরা।

** বাংলাদেশের মানুষ এখন ধনী

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ