স্থানীয় পুলিশ জানায়, এলাকাবাসী রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলিশকে বিষয়টি অবহিত করে।
শনিবার রাতের ওই ঝড়ের সময়ে ব্যাপক বৃষ্টি হয় পেনাংয়ে।
প্রতিবেশীরা জানায়, দুর্ঘটনার সমযে ঘরের ভেতরে আরো মানুষ ছিলো। তাদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রায় ১৫ ঘণ্টাব্যাপী বয়ে চলা ঝড়ো হাওয়ায় পেনাং রাজ্যের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শত শত গাছ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। অনেক স্থানেই যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দমকলের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার অভিযানে নেমেছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জেডএম