ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডাকবাংলোর কক্ষে মিলল জেলা পরিষদ কর্মচারীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ডাকবাংলোর কক্ষে মিলল জেলা পরিষদ কর্মচারীর ঝুলন্ত মরদেহ সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোর নিজ কক্ষ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুরজিৎ মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে পৌরসভা রোডের জেলা পরিষদ রেস্ট হাউসের রুম নম্বর বি-১/১০৪ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সুরজিৎ মজুমদার পাবনা বিজ্ঞান কলেজ রোড এলাকার সুধীর চন্দ্র মজুমদারের ছেলে। তিনি জেলা পরিষদের ডাকবাংলোর নিজ কক্ষে একাই বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।

তিনি বলেন, প্রতিদিনের মতোই রাতে নিজ কক্ষে ঘুমাতে যান সুরজিৎ। আজ সকাল সাড়ে নয়টায় দিকে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাকবাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের রশির দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ‌১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।