ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত রাষ্ট্রদূত লি জিয়ংকিউ আগামী ২২-২৩ জানুয়ারি শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন।  

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোই তার এই সফরের মূল্য উদ্দেশ্য।

সূত্র জানায়, ঢাকা সফরকালে বিশেষ দূত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কোরিয়ার এই বিশেষ দূত আগামী ২২ জানুয়ারি আসবেন। আর ২৩ জানুয়ারি অর্থ উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোরিয়ার সহযোগিতা বাড়াতে তিনি আলোচনা করবেন।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ‘ভবিষ্যৎ কৌশল’ বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।