ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে নারীকে কুপিয়ে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
চরফ্যাশনে নারীকে কুপিয়ে খুন

ভোলা: পূর্বশত্রুতার জের ধরে ভোলার চরফ্যাশনে বকুল বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার মুজিবনগরে এ ঘটনা ঘটে।

নিহত বকুল বেগম ওই এলাকার বাচ্চু সর্দারের ২য় স্ত্রী।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম রাতে একা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বকুল বেগমের ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুলার হাট খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জমির বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।