ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডুলাহাজরায় একদিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ডুলাহাজরায় একদিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩২ বছর বয়সী পুরুষ হাতি ‘সৈকত বাহাদুরের’ মৃত্যুর একদিন পর মারা গেল ৮৬ বছর বয়সী মাদি হাতি ‘রংমালা’।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাফারি পার্কের হাতির গোদায় ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি মারা যায়।

এর আগে গত সোমবার বিকেল ৪টার দিকে একই স্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় সৈকত বাহাদুর। একদিনের ব্যবধানে দুই হাতি মারা যাওয়ার ঘটনায় চকরিয়া থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। একইসাথে দুটি হাতিরই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রংমালা হাতির মাহুত মোহাম্মদ হোছাইন বলেন, প্রায় আড়াই বছর আগে মাদি হাতি রংমালাকে পার্কে আনা হয়। তারও আগে হাতিটির ওপর বেশ ধকল গেছে। কারণ ব্যক্তি মালিকানাধীন এই হাতিটিকে দীর্ঘ সময় ব্যবহার করেছিল চাঁদাবাজচক্র। সবশেষ হাতিটিকে ব্যবহার করে চট্টগ্রাম মহানগরে চাঁদাবাজি করার সময় বন বিভাগ উদ্ধার করে সাফারি পার্কে পাঠিয়েছিল।

মাহুত হোছাইন আরও বলেন, পার্কে আনার পর রংমালাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। এই কারণে হাতিটি এতদিন বেঁচে ছিল। সাফারি পার্ক কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইতোপূর্বে পাঠানো বন্যপ্রাণীর তালিকায় মাদি হাতি রংমালা মৃত্যুর প্রহর গুনছে বলেও উল্লেখ করেছিল।

গত ২৮ নভেম্বর বিকেলে মারা যাওয়া ৩২ বছর বয়সী পুরুষ হাতি সৈকত বাহাদুরের ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমর রঞ্জন বড়ুয়া। তিনি বলেন, মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। সৈকত বাহাদুরের এমন ঘটনা ঘটেছে। অপরদিকে রংমালার ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায়, হাতিটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তত্ত্বাবধায়ক) মো. মাজহারুল ইসলাম জানান, বর্তমানে সাফারি পার্কে ছোট–বড় চারটি হাতি রয়েছে। এর মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতিশাবক যমুনাও রয়েছে। বর্তমানে পার্কের আরও কিছু বন্যপ্রাণী বার্ধক্যজনিত কারণে মৃত্যুর প্রহর গুনছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন গণমাধ্যমে বার্ধক্যের ভারে অসুস্থ হাতি রংমালার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এরপর সাফারি পার্ক কর্তৃপক্ষ রংমালার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করে।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, বয়সের ভারে অসুস্থ হয়ে পড়া সাফারি পার্কের মাদি হাতিটির আয়ুষ্কাল পার হয়েছে অনেক আগেই। তবে বেশকিছু পরীক্ষা–নিরীক্ষার পর দীর্ঘসময় ধরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ায় এতদিন বেঁচেছিল হাতিটি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।