ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে আ.লীগের নথি চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে আ.লীগের নথি চুরি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।  

বুধবার (৩০ নভেম্বর) গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

কার্যালয়টি শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে অবস্থিত।

কেয়ারটেকার মো. ওসমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এসে দেখেন অফিসের উপরের ঢেউটিন কাটা। ভেতরের দুটি আলমিরা ভাঙা। খবর দিলে পুলিশ আসে।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আল-মামুন সরকার বলেন, অফিসের উপরের টিনের চালা কেটে কক্ষে চোর প্রবেশ করে। নগদ আনুমানিক ৭ লাখ টাকা ও আওয়ামী লীগের নথি চুরি করে নিয়ে গেছে চোর।  

চুরির ঘটনা উদ্দেশ্যমূলক দাবি করে এ আ.লীগ নেতা বলেন, আমি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসবের কাজ এই কার্যালয়ে বসে করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

এর আগে গত বছরের মার্চে হেফাজতে ইসলামের তাণ্ডবের শিকার হয়  ওই কার্যালয়। ওই সময় পুরো কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।