ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী পারফরমেন্স আর্ট প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী পারফরমেন্স আর্ট প্রদর্শনী

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হয়েছে পারফরমেন্স আর্ট ‘বহু+মাত্রিক’ এর।

মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ এর প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের সামনে পারফরমেন্স আর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন।  

অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা ও পারফরমেন্স আর্টের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতি ভয় পায় না। ফলে শিল্পের ধারক হিসেবে শিল্পীরাও ভয় পান না। বর্তমানে নিউ মিডিয়ার কারণে মানুষ নানাভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে। এবারের এশিয়ান আর্ট বিয়েনাল সেসব অপসংস্কৃতির বিরুদ্ধে নানান বার্তা তুলে ধরবে।

সর্বপরি সব শিল্পীদের প্রত্যেকটি দেশের অ্যাম্বাসেডর হিসেবে আখ্যায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এবারের আয়োজনে দেশি-বিদেশি ৫১ জন শিল্পী পারফরমেন্স আর্টে অংশ নিচ্ছেন, যারা নিতে পারেননি তাদেরও ধন্যবাদ জানান মহাপরিচালক।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম)। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের চারুকলা প্রদশর্নী আয়োজনের মাধ্যমে আমরাও তাদের শিল্পকর্ম দেখে শিখতে পারবো, বুঝতে পারবো, সেগুলো আমাদের শিল্পকর্মেও প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিউরেটর ও শিল্পী আবদুস সালাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারী ও শিল্পীরা।

রাজধানীর বিভিন্ন জনবহুল স্থানগুলোর পাশাপাশি মাসব্যাপী এ পারফরমেন্স আর্ট চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।