ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাস চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
বাগেরহাটে বাস চাপায় পথচারী নিহত ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট এলাকায় বাস চাপায় বাসুদেব বাইন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসুদেব উপজেলার টাকিয়ারকুল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসুদেব বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, অজ্ঞাত একটি বাসের চাপায় বাসুদেব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।