ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ১৬ স্বর্ণের বারসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
কলারোয়ায় ১৬ স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার ও একটি ইজিবাইকসহ মো. অহিদুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিদাস ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. অহিদুজ্জামান একই উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল হরিদাস ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ১ কেজি ৮৫৭ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বার এবং একটি ইজিবাইকসহ মো. অহিদুজ্জামানকে আটক করে।

আটক অহিদুজ্জামানকে ইজিবাইকসহ কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।