ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ফরিদপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারদের বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মাগুরার শালিখা থানার দিঘল গ্রামের ছলিম শিকদারের ছেলে সাজ্জাদ শিকদার  (৩৯), যশোরের পূর্ব বারান্দিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (৪৫) এবং ঝিনাইদহের শৈলকুপা থানার উলুবাড়িয়া গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে মো. শাহিন (৩৫)।

সন্ধ্যায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গাঁজাসহ তিন মাদক কারবারির গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।