ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নওগাঁ: নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বক্কর (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সুইচ গেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বক্কর জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্ৰামের শহিদের ছেলে। তিনি ধান-চালের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বক্কর একটি ভটভটিতে করে বিক্রির জন্য নওগাঁয় চাল পাঠিয়েছিলেন। পথে সেটি উল্টে গেলে ভটভটিতে থাকা দুইজন আহত হন। খবর পেয়ে তাদের দেখার জন্য বক্কর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি গাছের সঙ্গে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বক্করকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বাংলানিউজকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।