ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিশুর হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
শিশুর হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

রংপুর: রংপুরের পীরগঞ্জে চুরির অভিযোগে রিফাত (১১) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এতে ঘটনায় জড়িত আবু বক্কর সিদ্দিক সাজু নামে এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে মামলা দায়ের ও তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসের।

গ্রেফতাররা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু মাস্টার, আনিসুল ইসলাম ওরফে আলম ও তাজুল ইসলাম।

এদের মধ্যে সাজু মাষ্টার স্থানীয় বাজে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একই এলাকার একটি ইটভাটার মালিক।

নির্যাতনের শিকার রিফাত মণ্ডল পীরগঞ্জ উপজেলার মরারপাড়া এলাকার মোকলেছার রহমানের ছেলে। সে কুমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ নভেম্বর আবু বক্কর সিদ্দিক সাজুর শ্বশুর মোয়াজ্জেম হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়। সেই চুরি যাওয়া বাইসাইকেলকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর বিকেলে শিশু রিফাতকে ধরে এনে হাত পা বেঁধে জনসম্মুখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন সাজু। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৩০ নভেম্বর) রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ থানা পুলিশ সাজুসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

পরে বৃহস্পতিবার রাতে রিফাতের বাবা মোকলেছার রহমান বাদী হয়ে ওই তিনজনসহ মোট ছয় জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলায় পরে আটদের গ্রেফতার দেখানো হয়।

পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। ঘটনার মূলহোতা সাজু মাষ্টারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।