ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে বিএনপি-যুবদলের চার নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
সদরপুরে বিএনপি-যুবদলের চার নেতাকর্মী গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কবিরসহ বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (০৩ ডিসেম্বর) সকালে গ্রেফতারদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (০২ ডিসেম্বর) দিনগত সন্ধ্যা ৭টার দিকে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় বিএনপির সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়।  

পুলিশ জানায়, বিএনপির সমর্থকরা ইট, ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ প্রতিরোধ করতে চেষ্টা করে। এ সময় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ৭ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে।  

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।