ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  
 
শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

ভবনটি সোয়া আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ।

ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধনী কেক কাটেন।  

নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নবযাত্রা’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বলে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শায়েস্তাগঞ্জে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।