ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ঝিনাইদহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে শামীম হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

শামীম ঝিনাইদহ প্রবাহটি গ্রামের আমির আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, শহরের হামলা এলাকায় একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন শামীম। সেসময় ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।  

পরে সহকর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী রানী এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।