ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেড়াতে এসে লাশ হলেন তরুণী, চাচা পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
বেড়াতে এসে লাশ হলেন তরুণী, চাচা পলাতক

নরসিংদী: নরসিংদীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই বাসায় বেড়াতে আসেন তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত সুরভী আক্তার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মৃত সোহেল মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, সুরভী বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ব্যাংক কলোনিতে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। রোববার ভোরে চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

এদিকে, বাড়ির মালিক নিহতের দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়া পলাতক রয়েছেন।  এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা- তা ময়নাতদন্তের পর বলা যাবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এসবি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।