ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোমবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
সোমবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে

সাভার (ঢাকা): তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সাভারের বিভিন্ন অঞ্চলে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (০৪ ডিসেম্বর) সকালে জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সোমবার (০৫ ডিসেম্বর) সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টনমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেইনিং সেন্টারসহ আঞ্চলিক বিপণন অফিস (জেবিঅ) সাভারের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস স্বল্পতা বিরাজ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বাংলানিউজকে বলেন, সাভারের ব্যাংক টাউন এলাকায় নদীর এক পাড় থেকে আরেক পাড়ে গ্যাস লাইনের টাই-ইন এর কাজ হবে। তাই আগামীকাল ১২ ঘণ্টা সাভারের সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএফ/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।