ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনলো কর্তৃপক্ষ নিজেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনলো কর্তৃপক্ষ নিজেই ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানার ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় তা নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার আলতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার বয়লারের পাশের ঝুটের গোডাউনে এ আগুন লাগে।

ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান শাহিম বলেন, আমাদের কারখানার একটি ফেব্রিকসের গোডাউনে আগুন লেগেছে। বিষয়টি আমরা ফায়ার সার্ভিসকে জানানোর পাশাপাশি নিজেরা প্রাথমিকভাবে প্রশিক্ষিত ফায়ার ফাইটার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য কারখানায় আসলেও তার আগেই আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে এ কর্মকর্তা বলেন, যে জায়গায় আগুন লেগেছে সেখানে কোনো ইলেকট্রিক লাইন নেই, তাই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এটা নিশ্চিত। এছাড়া সেখানে ফায়ার ডিটেকটিভ অ্যালার্মও রয়েছে তারপরও কিভাবে আগুন লাগলো সেটা জানার চেষ্টা করছি। এছাড়া আগুনে বিভিন্ন ধরনের ফেব্রিকস পুড়ে যাওয়ায় আপাতত ক্ষতির পরিমাণও বলা যাচ্ছেনা।

আশুলিয়ার পল্লী বিদ্যুৎ মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার ওয়েস্টেজ গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে যাই। তবে আমরা যাওয়ার আগেই তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়-ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।