ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে হুইল চেয়ার পেল ১৫ প্রতিবন্ধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
হবিগঞ্জে হুইল চেয়ার পেল ১৫ প্রতিবন্ধী হবিগঞ্জে হুইল চেয়ার পেল ১৫ প্রতিবন্ধী

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সরকারের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ হুইল চেয়ারগুলো বিতরণ করেছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন।

এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হবিগঞ্জ কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুদীপ্ত পাল ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. অসীমা রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপকারভোগী ও তাদের স্বজনদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা ও প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে প্রতিবন্ধীদের নানা রকমের সহযোগিতা ও সেবা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপী দেওয়া হচ্ছে।

এ সময় সঠিকভাবে এ সেবাগুলো অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।