ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মিজানুর রহমান আজহারির মাহফিল শেষে ২৫ জিডি, আটক ১০

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
সিলেটে মিজানুর রহমান আজহারির মাহফিল শেষে ২৫ জিডি, আটক ১০

সিলেট: সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল শেষে মোবাইলফোন হারানোর ঘটনায় থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। পৃথক চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার নারীসহ ১০ জনকে আটক করেছে।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইলফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫ জন জিডি ও একজন চুরির মামলা দায়ের করেছেন।

আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন ডা. মিজানুর রহমান আজহারির বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। ওয়াজ শেষে মোবাইলফোন চুরির বিষয়ে জিডি করেন অনেকে।

সিলেটের গণমাধ্যমকর্মী লুৎফুর রহমান তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজে যাওয়ার সময় তার স্যামসাং গ্যালাক্সি এ-৩৪ হ্যান্ডসেট চুরি হয়ে যায়। এছাড়া আরও অনেকে মোবাইলফোন হারিয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে দিয়ে অপ্রীতিকর এড়াতে সবাইকে সতর্ক করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।