ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ১০ ককটেল উদ্ধার, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
খুলনায় ১০ ককটেল উদ্ধার, আটক ৩

খুলনা: খুলনার ডুমুরিয়া থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া থেকে ককটেল উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে হঠাৎ গুটুদিয়া ইউনিয়নের ওয়াবদার মাথা মোড় থেকে শলুয়াগামী সড়কের বড়ডাঙ্গা ব্রিজের উত্তর পাশ এলাকায় দুটি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ডুমুরিয়ার থানার ওসিসহ অন্য অফিসাররা  ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসীর মুখে ঘটনার বর্ণনা শুনে তারা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে রাস্তার পাশ থেকে পাঁচটি বড় ও তিনটি ছোট ব্যাগের মধ্য থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।  

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।