ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিশুকন্যার সামনে ট্রাকচাপায় প্রাণ হারালেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
শিশুকন্যার সামনে ট্রাকচাপায় প্রাণ হারালেন মা

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় চার বছরের মেয়ে তাবাচ্ছুমের চোখের সামনে ট্রাকচাপায় তার মা তানিয়া খাতুন (২২) নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে ছোট্ট শিশুটিও।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তালা উপজেলার গঙ্গারামপুরে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তানিয়া খাতুন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, তানিয়া সকালে তার মেয়ে তাবাচ্ছুমকে নিয়ে তালায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে গঙ্গারামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়। এসময় তানিয়া ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তানিয়া। এসময় গুরুতর আহত হয়  তাবাচ্ছুম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, পুলিশ ট্রাকসহ চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।