চুয়াডাঙ্গা: এবার চুয়াডাঙ্গার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর জীবননগর পৌর সভার লক্ষ্মীপুর এলাকায় ওই কলেজের ডিজিটাল স্ক্রিনে এ লেখাটি ভেসে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পরে মহিলা ডিগ্রি কলেজটির ডিজিটাল স্ত্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়।
জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল স্ত্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের পরে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইলফোনে কল করে জানালে দ্রুত বিষয়টি আমি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানাই । পরে জীবননগর ইউএনওর নির্দেশে জীবননগর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটা কীভাবে হলো এটা আমাদের জানা নেই।
জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে ওঠে কীভাবে? এটা আমাদের অবাক করে। এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এর আগেও একটি স্কুলে মূল ফটকের ডিজিটাল স্ত্রিনে এরকম কথা ভেসে ওঠেছিল।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে।
গত ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভাসতে দেখা যায় ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’ লেখা।
গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।
গত ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।
গত ০১ জানুয়ারি জীবননগরে একটি স্কুলে মূল ফটোকের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ এমন একটি লেখা ভেসে ওঠে।
গত সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসআরএস