ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
রাজধানীতে বাসচাপায় শিশু নিহত

ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ে গ্রীন লাইনের একটি বাসের চাপায় ইয়াশ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর সিকদার জানান, বিকেলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধোলাইপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাসটি মাওয়া থেকে ঢাকায় ঢুকছিল। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে।  

এর আগে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলেও জানান এসআই জাহাঙ্গীর।

নিহত ইয়াশের বাবার নাম মো. জহির। পরিবারের সঙ্গে জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে থাকতো এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো সে।

এদিকে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই গ্রীন লাইন নামে একটি বাস আমরা জব্দ করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসলে এই বাসের ধাক্কায় শিশুটি মারা গেছে কিনা, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।