ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীর নতুন ডিসি পঙ্কজ ঘোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
নীলফামারীর নতুন ডিসি পঙ্কজ ঘোষ নীলফামারীর নতুন ডিসি পঙ্কজ ঘোষ

নীলফামারী: নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিয়েছেন পঙ্কজ ঘোষ। তিনি এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিনি নীলফামারীতে যোগ দিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে গত ২৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি
করা হয়। এতে নীলফামারীসহ দেশের ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।  

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।  

এছাড়া নীলফামারীর বর্তমান ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনায় (ডিসি হিসেবে) বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।