ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, গ্রেফতার মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মাদারীপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, গ্রেফতার মা গ্রেফতার পূর্ণিমা রানী

মাদারীপুর: মাদারীপুরে তালাবদ্ধ ঘরে দুই শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একদিন পলাতক থাকার পর শিশু দুটির মা পূর্ণিমাকে বৈদ্যকে (২৫) ঢাকা থেকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার কাকরাইল এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার কাকরাইল এলাকা থেকে পুর্নিমা বৈদ্যকে আটক করে। পরে সন্ধ্যায় মাদারীপুর সদর থানায় পূর্ণিমাকে নিয়ে আসা হয়।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে আগুনে পুড়ে দুই ভাই মারা যাওয়ার পর থেকেই পলাতক ছিলেন মা পূর্ণিমা বৈদ্য। শিশুদের বাবা মানিক বৈদ্য জেলে থাকায় দুই শিশু মিঠু বৈদ্য (৩) ও মানব বৈদ্যের (১) পুড়ে যাওয়া মরদেহ তাদের চাচি রত্না রাণীর কাছে হস্তান্তর করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুড়ে যাওয়া দুই শিশুর মা পুর্ণিমা বৈদ্যকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তবে নানী পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।