ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
রাজবাড়ীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় বাসচাপায় ইমতিয়াজ আহমেদ মৃদুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে।  

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালের দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল ওই এলাকার মোসলেম মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল।

মৃদুলের বন্ধু মামুন জানান, সকালে কল্যাণপুর নতুন রাস্তা এলাকায় ফিডার রোড (পার্শ্ব রাস্তা) থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে উঠছিল মৃদুল। এ সময় মোটরসাইকেলটিকে  রাজবাড়ী থেকে ফরিদপুরগামী রাজমহল পরিবহনের যাত্রীবাহী লোকাল একটি বাস চাপা দেয়। এতে  মোটরসাইকেল আরোহী মৃদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মৃদুলের মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করলেও চালক তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।