ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক সুজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক সুজন গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দেলোয়ার হোসেন সুজন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ আহত হওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়। সেই মামলার আসামি দেখিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বাংলানিউজকে
বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।