ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৪১ হাজার দরিদ্র পাবে সরকারি শীতবস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
হবিগঞ্জে ৪১ হাজার দরিদ্র পাবে সরকারি শীতবস্ত্র হবিগঞ্জে ৪১ হাজার দরিদ্র পাবে সরকারি শীতবস্ত্র

হবিগঞ্জ: শীতের শুরুতেই হবিগঞ্জ জেলাজুড়ে অস্বচ্ছল মানুষদের মধ্যে সরকারি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা শুরু হয়েছে। জেলার ৪১ হাজার দরিদ্র মানুষ এবার শীতবস্ত্র পাবে বলে জানিয়েছে প্রশাসন।

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও লোকড়া ইউনিয়নে এরইমধ্যে ৯৩০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রহিম, লোকড় ইউপি চেয়ারম্যান মো. কায়সার রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবার হবিগঞ্জে বিতরণের জন্য ৪১ হাজার কম্বল এসেছে। ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার প্রতিটিতে ৪৫০টি করে কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যেই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এ কম্বলগুলো বিতরণ শুরু করেছেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব সময় মানুষের পাশে থাকি। আমরা যারা আওয়ামী লীগ করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা পালন করি।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।