ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় খেলার সমর্থন নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
ভোলায় খেলার সমর্থন নিয়ে  সংঘর্ষ, নিহত ১ ভোলা সদর মডেল থানা: ফাইল ফটো

ভোলা: ভোলায় খেলার সমর্থন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সদরের ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।

এ ঘটনায় আহত অপর ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন নিয়ে হৃদয়ের সঙ্গে সুজন, ইউনুস ও খলিলের বিরোধ হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজজনা ছিল।  
 
মঙ্গলবার রাতে স্থানীয় চেউয়াখালি বাজারে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সব আসামি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।