ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

গ্রেফতার মাদক কারবারি হলেন, বাহারুল (৩৪) সে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার দক্ষিণপাড়া ঈশান নগর এলকার মো. হোসেনের ছেলে।

বুধবার (০৭ ডিসেম্বর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গ্রেফতার বাহারুল মাদক পাচার চক্রের মুলহোতা। সে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি ও সরবরাহ করে আসছিলো।  

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।