ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সদরঘাটে লঞ্চে লঞ্চে তল্লাশি চালাতে পারে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
সদরঘাটে লঞ্চে লঞ্চে  তল্লাশি চালাতে পারে পুলিশ

ঢাকা: আদালত থেকে জঙ্গি পালায়ন, বিজয় দিবস অনুষ্ঠানে নিরাপত্তা এবং বিএনপির গণসমাবেশের কারণে রাজধানীতে সাঁড়াশি অভিযান, তল্লাশি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর।

এরই অংশ হিসেবে সদরঘাট টার্মিনালে লঞ্চে লঞ্চে অভিযান, তল্লাশি চালাতে পারে নৌ পুলিশ।

এছাড়া তাদের ঝটিকা তল্লাশি চলমান থাকবে নদীবন্দর এলাকায়।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে দিকে সদরঘাট নৌ পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান এ কথা জানিয়েছেন।  

তিনি বলেন, সদরঘাট টার্মিনাল পাশাপাশি বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের নদীবন্দর সদরঘাট নৌ পুলিশের অধীনে। এসব স্থানে আমাদের চলমান তল্লাশি ও ঝটিকা অভিযান রুটিন মাফিক হয়ে থাকে। সেটা চলমান আছে। এছাড়া অপরাধের সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে যে কোনো লঞ্চ সদরঘাট টার্মিনালে নোঙর করার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই। সেই অভিযান একটি চলমান প্রক্রিয়া।

এদিকে সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন খান জানান, মাঝেমধ্যেই টার্মিনালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।   এটা রুটিন ওয়ার্ক। তবে তল্লাশি চলমান থাকলেও এখনো চেকপোস্ট বসানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।