ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাস থেকে নামতেই চাপা দিলো আরেক বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বাস থেকে নামতেই চাপা দিলো আরেক বাস

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস চাপায় শেফালী রানী মিস্ত্রী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শেফালী রানী মিস্ত্রী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী এলাকার কেশব মিস্ত্রীর স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদী নামক স্থানে একটি পরিবহন থেকে নামার সময় শেফালী রানীকে চাপা দেয় বিপরীতমুখি একটি বাস। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত শেফালী রানী মিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের দাবিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এইচএআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।