ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
গজারিয়ায় ৭ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চর বাউশিয়া গ্রামের মধ্যকান্দি থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় মধ্যমকান্দি এলাকা থেকে রুকুন উদ্দিনের ছেলে মোকলেছুর রহমান (৪০) ও তার মা পিয়ারা বেগম (৫৮) ও সুমন সরকারের স্ত্রী রিনা বেগমকে (৩০) সাত কেজি গাঁজাসহ আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গজারিয়ার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকা থেকে রুকুন উদ্দিনের ছেলে মোকলেছুর রহমান (৪০) ও তার মা মোসা. পিয়ারা বেগম (৫৮) ও সুমন সরকারের স্ত্রী রিনা বেগমকে (৩০) সাত কেজি গাঁজাসহ আটক করা হয়। আটকদের নামে গজারিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।