ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় গণহত্যা জাদুঘরের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
খুলনায় গণহত্যা জাদুঘরের আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

খুলনা: গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র (১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের তত্ত্বাবধানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রকল্প) এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উদ্যোগে ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী শুক্রবার (৯ ডিসেম্বর)।

খুলনা শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী এ সম্মেলনে মোট চারটি কর্ম-অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০ জন গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ খুলনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন।

বিভিন্ন কর্ম-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, অর্থনীতিবিদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন।

সম্মেলন উপলক্ষে খুলনা শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী-গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।