ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার সদস্যরা

রাঙামাটি: আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন ভূমিকা রেখেছে তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট ফয়জুল বারী।

আনসার-ভিডিপির কমান্ড্যান্ট বলেন, দেশের নির্বাচন পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ শান্তি-শৃঙ্খলা, উন্নয়নে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় আনসার ভিডিপির উপজেলা, ইউনিয়ন দলপতি, দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং ভিডিপি সদস্যরা সমাবেশে অংশ নেন।

সমাবেশ শেষে আনসার-ভিডিপির সদস্যদের কার্যক্রম গতিশীল করতে সদস্যদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।