ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণ হারালেন সিলেটের মুন্না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণ হারালেন সিলেটের মুন্না

সিলেট: যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামে এক  বাংলাদেশি প্রবাসী।

স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) ভোরে মিশিগান স্টেটে ফার্মিংটন হিলসের ৬৯৬-এর হালস্টেড রোডের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি মিশিগানের রাজধানী ল্যানসিংয়ে বোর্ড অব এডুকেশন-এর একজন কর্মকর্তা ছিলেন।

মুন্না সপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন। তিনি ২৫ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১টায় ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার আত্মীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করে জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মুন্নার মৃত্যু হয়।

স্থানীয়সূত্র জানায়, সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রমের চেষ্টাকালে তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি ভিতরে আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুকালে মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে মিশিগান স্টেটের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।