ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধের গুজব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধের  গুজব

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। বর্তমানে সেতুতে কোনো সংস্কার কাজও হচ্ছে না।

 

অথচ মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটানো হয়- ‘বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে’।

এমন লেখা বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ায় ফেসবুক ব্যবহারকারীদের অনেকে নিজেদের আইডিতে সেটি পোস্ট করছেন।

বুধবার (৭ ডিসেম্বর) রাত থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকার ঘোষণাটি ভাইরাল হয়। তবে সেতু কর্তৃপক্ষ বলছে, সেতুতে কোনো ধরনের সংস্কার কাজ হচ্ছে না। যথা নিয়মেই পরিবহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের তুলনায়  বুধবার থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল কমেছে। বৃহস্পতিবার সকাল থেকে তেমন গাড়ি চলাচল করেনি। আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসড়ক ও ঢাকায় নিরাপত্তা জোরদার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যাত্রীবাহী বাসের পাশাপাশি চলাচল কমেছে পণ্যবাহী পরিবহনগুলোরও।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।