ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরম পূরণের নাম করে পালালেন আটক ২ ছাত্রলীগ নেতা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ফরম পূরণের নাম করে পালালেন আটক ২ ছাত্রলীগ নেতা পলাতক দুই আসামি ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ও সোহানুর রহমান। 

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ চার ছাত্রলীগ নেতাকে আটকের পর ফরম ফিল-আপের নাম করে পালিয়েছেন দুই ছাত্রলীগ নেতা৷ 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে তাদের প্রক্টর দফতরে আনার পর সেখান থেকে দুজন পালিয়ে যান।  

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরণজিত মহালদার।

পলাতক আসামিদের বিষয়ে সহকারী প্রক্টর পুরণজিত মহালদার বলেন, চারজনকে আটক করার পর প্রক্টর দফতরে নিয়ে আসি৷ আজ দুজনের ফরম ফিল-আপের শেষ তারিখ বলে জানায়৷ তাই মানবিক দিক থেকে তাদেরকে ফরম ফিল-আপ করার সুযোগ দেই৷ কারণ জেলখানায় বসেও তো অনেকে পরীক্ষা দেয়৷ অথচ তারা এই সুযোগ নিয়ে পালিয়ে যায়৷ আর ফিরে আসেনি৷
‌ 
পলাতক দুজন হলেন - বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।  

এর আগে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ৩২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন৷ 

আটক দুজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশে সোপর্দ করলে মামলায় তাদের গ্রেফতার ও বাকি দুজনকে পলাতক দেখানো হয়৷

গ্রেফতার দুজন হলেন- শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বিন সিদ্দিক (রোজেল) এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক সাইফুল ইসলাম।  

গ্রেফতার ও পলাতক সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী৷

পলাতক রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন৷

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, চার জনের মধ্যে গ্রেফতার দুজনকে আদালতে চালান করা হবে। আর বাকি পলাতক দুজনকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাবিতে ৩২০ গ্রাম গাঁজাসহ ৪ ছাত্রলীগ নেতা আটক

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।