ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
খাগড়াছড়িতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সহিদুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন- দৈনিক অরণ্যবার্তা সম্পাদক আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, আজিম উল হক, নুরুল আজম প্রমুখ।

সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রশাসন পরিচালনা করা কঠিন। জেলার পর্যটন খাতকে কাজে লাগানো গেলে অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খাগড়াছড়িকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, সহকারী কমিশনার মো. শাহীন আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।