ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত, গৃহশিক্ষকের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত, গৃহশিক্ষকের নামে মামলা

রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ ও কৌশলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।  

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গৃহশিক্ষকের নামে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব (২৩) উপজেলার খলেয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রাকিবের কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়তো। এক পর্যায়ে গৃহশিক্ষক রাকিব ওই ছাত্রীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। এর জেরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় রাকিব বিয়ের কথা বলে কৌশলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার গর্ভপাত করান।  

বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।