ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গভীর রাতে অসহায়দের কম্বল দিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
গভীর রাতে অসহায়দের কম্বল দিলেন ডিসি

ফরিদপুর: এই শীতে একটু উষ্ণতা দিতে গভীর রাতে হতদরিদ্র ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের হাতে কম্বল তুলে দিলেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদপুর পৌরশহরের গোয়ালচামট এলাকায় কম্বল বিতরণ করেন তিনি।

এসময় শহরের বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষেরা বলেন, ‘আমাদের কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি’।  

শীতের কষ্ট থেকে দুঃস্থদের রক্ষায় জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সহকারী কমিশনার ভূমি জিয়াউল রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি।  

শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এই শীতে কেউ  যেন কষ্ট না পায়, সেদিকে জেলা প্রশাসনের লক্ষ রয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।