ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রংপুর: রংপুরে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল রংপুর নগরীর সৎবাজার চাদকুঠি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি সাহেবগঞ্জ কারিগরি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলযোগে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন রাকিবুল। এ সময় হারাগাছ-রংপুর সড়কের বাহারকাছনা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।